১৫০ বছর পেরিয়ে ১৫১ তম বছরে পা রাখল হিরণ্ময় ঐতিহুর ধারক দেশ সেরা রাজশাহী কলেজ।

১৮৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে এক অন্যান্য ভূমিকা পালন করে আসছে।

১৫০ বছরের পথ পরিক্রমায় কলেজটিতে গড়ে উঠেছে সুসংহত ও দৃষ্টিনন্দন অবকাঠামো এবং শিক্ষা সহায়ক সুন্দর পরিকাঠামো।

আজ সকাল ১০: ৩০ মিনিটে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে রাজশাহী কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে একটি বন্যার্ত শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন করা হয়।

এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক।

প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, আরো উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক প্রফেসর রহমত আলী।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: অলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ নাফিজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী।

কর্মকর্তার- কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।