রাজশাহী নগরীতে ২৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ ফজল (২০) নামের মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার (১৬ এপ্রিল) সোমবার দিনগত রাত পৌনে ১২টায় মহানগরীর কাটাখালী থানাধীন চৌমহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি অটো রিক্সা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ ফজল নাটোর জেলার গুরুদাসপুর থানার চরযোগালে গ্রামের আনসার আলীর ছেলে। বর্তমানে মতিহার থানাধীন ডাসমারি (কাশেমের মোড়) এলাকার বাসিন্দা।
সোমবার (১৭ এপ্রিল দুপুরে) র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি ফজলের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।