সম্প্রতি রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ করা হচ্ছে বলে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা রাজশাহী জেলা পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এই অপপ্রচারের শিকার হয়ে অনেকে বিভিন্ন কর্মসূচি পালন ও বিবৃতিও প্রদান করেছেন।
সংশ্লিষ্ট সকলকে এই মর্মে আশ্বস্ত করা যাচ্ছে যে, জেলা পরিষদের মালিকানাধীন নির্ধারিত কেন্দ্রীয় শহিদ মিনারের জায়গায় কোনোভাবেই মার্কেট নির্মাণের কোনো সিদ্ধান্ত জেলা পরিষদ গ্রহণ করেনি। বরং প্রকৃত তথ্য হচ্ছে, বিগত ১২ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে রাজশাহী জেলা পরিষদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই স্থানে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দে সভায় বিশদ কর্মপরিকল্পনা অনুমোদিত হয় এবং এর আলোকে জেলা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তান হিসেবে আমি সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে চাই যে, জেলা পরিষদের উক্ত জমিতে কেন্দ্রীয় শহিদ মিনারই নির্মিত হবে।
উক্ত স্থানে বাণিজ্যিক কোনো ভবন বা স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত পরিষদের নাই এবং এই সিদ্ধান্তের কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *