রাজশাহী নগরীতে বিপুল পরিমান ফেনিসিডিল-সহ মোসাঃ শাহানা বেগম (৪৭) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া সেনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারী মাদক কারবারী মোসাঃ শাহানা বেগম, নগরীর দামকুড়া থানাধীন সোনাইকান্দি গ্রামের মোঃ সারোয়ার হোসেনের স্ত্রী।

গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মোঃ রায়হান হোসেন।

তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী যাত্রীবাহি ব্যাটারী চালিত ইজিবাইক যোগে এক নারী মাদক নিয়ে রাজশাহী নগরীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া সেনপুকুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান নেয়। পরে বর্নিত ইজিবাইকটি আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় ইজিবাইকের ভেতর তল্লাশী চালিয়ে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ নারী মাদক কারবারী শাহানা বেগমকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আড়াই লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন, অত্র দপ্তরের ওসি রায়হানের নেতৃত্বে বিভাগীয় উপ-পরিদর্শক মোছাঃ হাফিজা খাতুন, এএসআই আহমেদ শোভা, এএসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ইয়াছিন আলী ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারী শাহানা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি রায়হান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *