রাজশাহী নগরীর সিটি হাট এলাকার একটি গমের ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর শাহমুখদুম থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তার নাম, পরিচয় পাওয়া যায়নি। কিভাবে এই নারীর মৃত্যু হতে পারে পুলিশ সেটি সনাক্ত করতে পারেনি।
নগরীর শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে প্রাথমিক সুরতহাল তৈরি করে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে তিনি বলেন, মৃত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তার শরীরে কোথায় আঘাতের চিহ্ন বা অন্য কিছু পাওয়া যায়নি। তবে পোষ্টমর্টেম রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন এব্যাপারে শাহমখদুম থানায় একটি ইউডি মামলা হয়েছে।