রাজশাহীর পদ্মা নদীতে বন্ধুকে বাঁচাতে পানিতে ডুবে মোঃ মাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দুপুর পৌনে দুইটায় নগরীর মতিহার থানাধীন বাজে কাজলা ফুলতলা সংলগ্ন পদ্মা নদীতে ডুবে মারা যায় ওই যুবক।

নিহত যুবক মোঃ ফাহিম মহানগরীর মতিহার থানাধীন কাজলা সুইটের মোড় এলাকার মোঃ মুশফিকুর রহমান ওরফে কালুর ছেলে। তিনি নগরীর বিনোদপুর কমলা হক ডিগ্রি কলেজ উচ্চ ম্যাধমিকের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, চারজন যুবক নদীর ধারে ফুটবল খেলেছিল। এ সময় তাদের মধ্যে দু’জন নদীতে গোসল করতে নামে এবং দু’জন হাটাহাটি করে। হটাৎ দুজন যুবকের মধ্যে একজনের পা পিছলে নদীতে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় ফাহিম তাকে উদ্ধার করতে পানিতে নেমে সে নিজেই তলিয়ে যায়।
পরে ফায়ার সর্ভিসে এবং মতিহার থানায় খবর দেয়া হয়। তবে তারা দু’জনেই সাঁতার জানতো না বলে জানায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ফাহিমকে উদ্ধারে নদীতে নামেন। দীর্ঘ ১ঘন্টা খোঁজাখুজির পর বিকাল ৩টার দিকে নদীর তল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লতিফুল বারি জানায়, আমরা পৌনে ২টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুজির পর অর্থাৎ বিকাল তিনটার দিকে নিখোঁজ ফাহিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *