রাজশাহী সিটি নির্বাচনে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সান্নান সরদার বলেন নির্বাচিত হলে ওয়ার্ডবাসিকে ২টি এম্বুলেন্স উপহার দিবেন।
সান্নান সরদার বলেন, প্রথমেই প্রতিটি নাগরিক সুবিধা ওয়ার্ডের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে দুইটি আলাদা-আলাদা কাউন্সিলর অফিস তৈরি করবেন, ওয়ার্ডে বরাদ্দ সকল প্রকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি যারা অসহায় আসলেই প্রাপ্য তাদের হাতে পৌঁছে দেওয়া নিশ্চিত করবেন, তিনি এই ওয়ার্ডের বেকার যুব সমাজ কে কিভাবে মাদক থেকে বিরত রেখে কর্মমুখী করে সমাজের শক্তিতে পরিণত করা যায় সে বিষয়ে বিশেষ নজর দিবেন। তিনি আরো বলেন তিনি যদি নির্বাচিত হন তাহলে ওয়ার্ডের নিম্ন আয়ের পিছিয়ে পড়া জনগণদের জন্য দুইটি এম্বুলেন্স বরাদ্দ দিবেন, যেহেতু তার এই ওয়ার্ডের পাশেই পদ্মার পাড় এই পদ্মাপাড়কে দৃষ্টিনন্দন করার ব্যাপারে জোর নজর দিবেন। এছাড়া ওয়ার্ডের বিভিন্ন রকম সমস্যা নাগরিকদের কাছে গিয়ে নিজে জানার চেষ্টা করবেন এবং এবং সমাধান দেবার চেষ্টা করবেন।।