রামগড় ৪৩ বিজিবির উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।
খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ ব্যাটালিয়ন রামগড় বিজিবি জোনের উদ্যােগে উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ৪৩ ব্যাটালিয়ন রামগড় বিজিবি।
বুধবার ( ১০ মে ২০২৩ইং) সকালের দিকে
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইআগা ও যৌথ খামার এলাকায় বসবাসরত দুস্থ্য পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইনে সর্বমোট ৪০২ জন দুস্থ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণ করেন। রামগড় ৪৩ বিজিবির ও রামগড় জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।
রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি, বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।