র্যাব-১০এর অভিযান কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ০০:০৫ ঘটিকা হইতে ০১:১০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫,১৩,০০০/- (পাঁচ লক্ষ তেরো হাজার) টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজা ও ৭১ (একাত্তর) বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মামুন হোসেন (২৭), পিতা-মোঃ জুলহাস ২। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মৃত রহিম মিয়া ও ৩। মোঃ রায়হান হোসেন (২৭), পিতা-মোঃ জামির হোসেন, সর্বসাং-কাঁচপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।