গোয়েন্দা তথ্যর ভিত্তিত র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তক অদ্য ১ এপ্রিল ২০২৩ তারিখ দুপুর ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকা হত যতুক মামলায় ১ বছরর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাঃ সাগর(৩২), পিতা- আঃ করিম মিয়া’ক গ্রফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান জানা যায়, গ্রফতারকত আসামী মাঃ সাগর(৩২) নারায়ণগঞ্জ জলার ফতুল্লা থানাধীন দলপাড়া কলজ রাড এলাকার বাসিদা। গ্রফতারকত আসামী মাঃ সাগর(৩২) তার স্ত্রী কুলসুম বগমক বিভিন সময় যতুকর জন্য চাপ দয়। একপর্যায় কুলসুম যতুক দিত অস্বীকতি জানাল সাগর তার স্ত্রীক অমানবিক নির্যাতন কর এবং যতুক না দিল কুলসুমের সাথ সংসার করব না বল হুমকি দয়। এত কুলসুম বগম অসহায় হয় বিজ্ঞ আদালত তার স্বামী সাগরর বিরুদ্ধ যতুক আইন একটি মামলা দায়র কর। এরই প্রক্ষিত বিজ্ঞ আদালত গত ২৯/১১/২২ তারিখ গ্রফতারকত আসামী মাঃ সাগর(৩২)’ক ০১ বছরর সশ্রম কারাদন্ড প্রদান কর রায় ঘাষণা কর। রায় ঘাষণার পর হত গ্রফতারকত আসামী মাঃ সাগর(৩২) দেশের বিভিন্ন আত্মগোপন থাকে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানর মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীক পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনর জন্য নারায়ণগঞ্জ জলার ফতুল্লা থানায় হস্তাÍর করা হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *