নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা হতে পৃথক অভিযানে হত্যা মামলার পলাতক আসামী জসিম ওরফে কালা জসিম (৩৮) ও সবুজ (৩০) দ্বয়কে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১০ টায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিঃ সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২২ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী জসিম ওরফে কালা জসিম (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিহত ভিকটিম জাকির মিয়া নিখোঁজ ছিল। পরবর্তীতে নিখোঁজের ৩৪ দিন পর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বক্তাবলি উত্তর গোপালনগর এলাকা থেকে ভিকটিমের লাশ উদ্ধার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৯ (১০) ২২ইং, ধারা- ৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী জসিম ওরফে কালা জসিম (৩৮) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার মামলা নং-৭৭ (৭) ২২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড মূলে হত্যা মামলার পলাতক আসামী সবুজ (৩০), পিতা- মৃত দেলোয়ার, সাং-দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে
নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন বাবুরাইল এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#
