নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টাসহ নাশকতা মামলার আসামী রশিদ মেম্বর (৫০)’কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত হচ্ছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে।

র‍্যাব-১১, নারায়ণগঞ্জ ও র‍্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল গত ২১ অক্টোবর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-১১ সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্‌ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র‍্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ ও র‍্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল গত ২১ অক্টোবর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়নগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টা সহ নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী রশিদ মেম্বর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধানে ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী রশিদ মেম্বর (৫০) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার গোপালনগর গ্রামের আজগার আলী এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯/০৭/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত দেলপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে ধৃত আসামী রশিদ’সহ তার অন্যান্য সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র ককটেল, দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তৎপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়, যার মামলা নং-২০, তারিখ-২০/০৮/২০২৪। মামলা দায়ের করার পর হতে র‍্যাব-১১, সিপিসি- ১ এর আভিযানিক দল পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১ সিপিসি-১ ও র‍্যাব-৭, সদর কোম্পানী এবং সিপিএসসি এর চৌকস যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে পলাতক আসামী রশিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী রশিদ মেম্বর (৫০) এর বিরুদ্ধে রাজশাহী জেলার পবা থানা, নারায়ণগঞ্জ জেলার বন্দর ও ফতুল্লা থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।