নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারীর মাউরাপট্রি এলাকায় পিচ্চি মানিক হত্যা মামলায় মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ র‌্যাব-১১। রোববার (৩০ জুলাই) রাতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-২, সিপিসি-৩, আগারগাঁও এর যৌথ অভিযানে গত ৩০ জুলাই রাতে ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকা হতে ফতুল্লা থানার চাঞ্চল্যকর পিচ্চি মানিক হত্যা মামলার মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চানমারী (মাউরাপট্টি) এলাকার মোঃ দাউদের ৩ ছেলে। রাত আনুমানিক ১৯.০০ ঘটিকায় ১ম অভিযান পরিচালনা করে শরীফ (৩৫) ও নাঈমকে (২১) গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় পৃথক অন্য একটি অভিযান পরিচালনা করে একই এলাকা হতে শান্ত @ ইয়াকুব আলীকে (২৩) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী শরীফ (৩৫) এর বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা চেষ্টা এবং গুরুতর জখমসহ একাধিক মামলা রয়েছে যা নিম্নরূপঃ নারায়ণগঞ্জ এর ফতুল্লা থানার এফআইআর নং-১০, তারিখ- ০৪ জানুয়ারি, ২০১৩; ধারা ৩৪১/৩২৩/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০। নারায়ণগঞ্জ এর ফতুল্লা থানার এফআইআর নং-৩৪, তারিখ- ২২ নভেম্বর, ২০০৫; ধারা- ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩৭৯ পেনাল কোড-১৮৬০। নারায়ণগঞ্জ এর ফতুল্লা থানার এফআইআর নং-৪০, তারিখ- ১৮ এপ্রিল, ২০১৩; ধারা- ১৪৩/৩৪১/৩২৩ পেনাল কোড-১৮৬০। নারায়ণগঞ্জ এর ফতুল্লা থানার এফআইআর নং-৬৭, তারিখ- ১৮ নভেম্বর, ২০০৬; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩৭৯/১১৪ পেনাল কোড-১৮৬০। নারায়ণগঞ্জ এর ফতুল্লা থানার এফআইআর নং-১, তারিখ- ০২ মে, ২০২০; জি আর নং-২৩৩, তারিখ- ০২ মে, ২০২০; ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড- ১৮৬০।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ জুলাই রাত পৌনে ৯টায় সালিশের কথা বলে পিচ্চি মানিককে ফতুল্লা মডেল থানার চানমারী মাউরাপট্টি দোতলা গার্মেন্টস সংলগ্ন শরীফের গ্যারেজের ভিতর নিয়ে যায়। পরবর্তীতে শরীফ (৩৫), নাঈম (২১) ও শান্ত @ ইয়াকুব আলী (২৩) সহ তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় পিচ্চি মানিকের হাত-পা বেঁধে ধারালো চাপাতি, ছোড়া, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্রদ্বারা কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মোঃ দাউদ (৫৫), মোঃ শরীফ (৩৫), আরিফ (২৯), সজিব (২৭), শান্ত @ ইয়াকুব আলী (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০), জুয়েল (২০) এবং অজ্ঞাতনামা ৬/৭ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৫৯, তারিখ ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *