বন্দরে আবু বক্কর হত্যা মামলার পলাতক আসামী সুমন ওরফে শিশির (২১)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগর।
গ্রেপ্তারকৃতকে রোববার (২৭ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন ওরফে শিশির বন্দর উত্তর কলাবাগ এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে।
গত শনিবার (২৬ আগস্ট) বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার (১৭ জুন) সকালে বন্দর কলাবাগ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের ২ দিন পর গত সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় বন্দর কলাবাগ খালপাড় থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আহাদ গনমাধ্যমকে জানান, গত শনিবার (১৭ জুন) সকালে বন্দর কলাবাগ এলাকায় দিনমজুর আবু বক্করকে হত্যার পর লাশ গুম করার জন্য লাশ খালপাড়ে ফেলে দেয়।পরে এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে বন্দর কলাবাগ খালপাড় থেকে আবু বক্করের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে হত্যা মামলা দায়ের করলে এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পরে গত শনিবার র্যাব-১১ আদমজীনগর হত্যা মামলার পলাতক আসামী সুমন ওরফে শিশিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।