র্যাব-১১ কর্তৃক ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩
৩২ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ র্যাব-১১। এ সময় একটি নছিমন জব্দ করা হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানার ভুলতা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় নিউজিল্যান্ড ডেইলী ফ্যাক্টরীর সামনে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৩২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নছিমন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো,ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুইয়াপানিয়া উত্তরপাড়া এলাকার মৃত নজরুল ইসলাম নজুর ছেলে শফিক মিয়া (২৫), একই থানার ধর্মপুর পূর্বপাড়া এলাকার হাসান পাঠানের ছেলে ড্রাইভার মোঃ আরিফ পাঠান (২৪) ও একই এলাকার মোঃ ইয়াছিন মিয়ার ছেলে মোঃ রমজান (২৩)।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নছিমন পরিবহনে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃতদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-১১ জানায়।