র‍্যাব১১, সিপিসি-১. নারায়ণগঞ্জ এর পৃথক অভিযানে ৩৪০ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং ১ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে।
বুধবার (১২ এপ্রিল) বন্দর থানা এলাকা হতে ফেনসিডিল- গাঁজা ও পিকআপসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন পূর্ব ডিমাতলি এলাকার মৃত আব্দুল আজিজ এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল সালাম (২৯) ও না’গঞ্জ বন্দর থানাধীন পিচকামতাল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন (৩৯)’কে মদনপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
একই দিনে অপর এক অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকা হতে কক্সবাজার জেলার রামু থানাধীন পূর্ব নোনাছড়ি মুড়াপাড়া এলাকার মৃত মকবুল আহম্মেদ’র ছেলে বর্তমানে চট্টগ্রাম জেলার উত্তর পতেঙ্গা থানাধীন টিএসপি ব্যাংক গেইট ফয়েজ মেনশন এ বসবাসকরী মাদক ব্যবসায়ী মোঃ নুর হোসাইন (২৯)’কে ১ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সন্ধ্যা র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *