নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের নির্দেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এসময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে মুখে একটাই শ্লোগান, ‘ বীর বাঙ্গালী ঐক্য কর, বাংলাদেশ রক্ষা কর’। ছাত্রলীগের নেতাকর্মীদের এমন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ।

 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল প্রধান রাফেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সহ- সভাপতি আনারুল হক, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ানসহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *