পুলিশের সঙ্গে বিএনপির নেতা- কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় বিএনপির নেতা কর্মীরা সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। এসময় পুুলিশ তাদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ লাঠি চার্জ শুরু করলে বিএনপির নেতা কর্মীরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে পুলিশ ও সংবাদকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, পুলিশের গুলিতে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু গুলিবিদ্ধসহ আহত হয়েছে অনন্ত ১৫ জন৷ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধানসহ ৫ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য। সংঘর্ষের সময় একাত্তর টিভির জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেল সহ তিন সংবাদকর্মী আহত হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, আমরা জনগণের জানমালের রক্ষায় যা দরকার তাই করব। কাউকে সড়ক মহাসড়কে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *