নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পড়ে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১লা জুন) সকালে সাড়ে নয়টায় বন্দর ১নং সেন্ট্রাল খেয়াঘাট বটতলা সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশ।
নিহত ওই ট্রালার যাত্রীর নাম সুমন শেখ (৪০)। সে বন্দর শাহী মসজিদ পল্লীবিদ্যুৎ খালপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মিয়া ছেলে ও চায়না কোম্পানির প্রজেক্টের সিকিউরিটি গার্ড।
এ সময় নিহত সুমনের স্ত্রী লিমা সদর নৌ-ফাড়িতে এসে সুমনের রক্তমাখা লাশ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বলেন,আমার স্বামী সুমন রাতে এসে ছেলে মেয়েদের সাথে একসাথে বিরানী খাবে বলেছিল। ওইদিন ওর জন্মদিন ছিল। আমার সন্তানরা শুধু আমার দিকে তাকিয়ে থাকে। আমি ওদের এখন কি দিয়ে সান্থনা দিব। এসব বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
প্রসঙ্গত,৩১ মে দুপুরে বন্দর খেয়াঘাট এলাকায় ট্রলার যোগে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৮-১০ জন পড়ে যান। এদের মধ্যে সবাই সাঁতরে পাড়ে এলেও সুমন ট্রলারের পাখার সাথে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যান। পরে বিআইডব্লিউটিএর ডুবুরী দল উদ্ধার অভিযান চালালেও সে নিখোঁজ থাকেন। ১লা মে সকালে শীতলক্ষ্যা নদীর তীরে তার লাশ ভেসে উঠে। পরে নিখোঁজের স্বজনদের খবর দিলে তারা সদর নৌ-ফাঁড়িতে এসে লাশ সনাক্ত করেন।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সকালে লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।