পল্লী এলাকায় ৭২৩৬০ কি.মি সড়ক উন্নয়ন, ৪১৯৯৩২ মিটার ব্রিজ/কালর্ভাট, ১৭৬৭টি ইউনিয়ন পরিষদ ভবন, ১৪১২টি সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে।

গত ১৩ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়ে গেছে। গড়ে উঠেছে অনলাইনের আড্ডা। তাই উড়োকথা ও গুজব থেকে সতর্ক থাকুন। সমাজের স্থিতিশীলতা রক্ষা করুন।

টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে স্বল্পমূল্যে তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে সরকার। ফলে উপকৃত হচ্ছে নিম্নআয়ের প্রায় ৫ কোটি মানুষ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখন পর্যন্ত ১৩ লাখ গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। ফলে ভাগ্য বদলে গেছে প্রায় ৫০ লাখ অসহায় মানুষের।