পবিত্র মাহে ২১রমজান আহলে বায়াত অন্যতম সদস্য শেরে খোদা মাওলা আলী (রাঃ) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে লাব্বাই ইয়া রাসুলআল্লাহ (দঃ) যুব কাফেলা বাংলাদেশ উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল বন্দর উপজেলা জনতা ব্যাংক সংলগ্ন টি হোসেন রোড়,নবীগঞ্জ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ কামাল বাদশা’র সভাপতিত্বে ও শেখ মিজানুর রহমান সুমনে’র সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা বদরুল আলম কাদরী।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আল মামুন, সাংবাদিক শহিদুল ইসলাম শিপু,সাংবাদিক আবু সুফিয়ান কামাল বাদশ, হিরন বাদশা, আরমান বিন সওদাগর, মহিউদ্দিন, আক্তার বেপারি, সজিব আহম্মেদ, রাজুন,জাহাঙ্গীর, প্রবাসী সরোয়ার হোসেন টিপ, জুয়েল,সিপু,সুজন,মনির হোসেন, মিজান, জব্বার-সহ ধর্মপ্রাণ মুসলমানেরা।