সদর মডেল থানার ধর্ষণ মামলার পলাতক আসামী সোহেল র্যাব কর্তৃক গ্রেফতার
নারায়ণগঞ্জের সদর মডেল থানার ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ সোহেল (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সদর থানাধীন আল-আমিন নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত পৌনে ৮ টায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২০ জেলার সদর থানাধীন আল-আমিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার জন্টু মিয়ার ছেলে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ সোহেল (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানায়, এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, ভিকটিম ও আসামী মোঃ সোহেল এর সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে আসামী সোহেল বিভিন্ন ভাবে ফুসলাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন আল-আমিন নগরের একটি ভাড়া বাসায় নিয়ে আসে। গত ২২ জানুয়ারি ২০২৩ তারিখে উক্ত স্থানে আসামী সোহেল ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং ভিকটিমকে অজ্ঞাতনামা স্থানে ফেলে আসে। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের করে, যার মামলা নং-৩৩ (১)২০২৩ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯ (১)/৩০।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।#