সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পারে— আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
ই ইউ ও বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মতবিনিময় অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পারে , দেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী অতিক্রান্ত হলেও দেশে নির্বাচন এর ক্ষেত্রে অদ্যাবধি একটি শক্তিশালী ও টেকসই নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠেনি। ফলশ্রুতিতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ দলীয় সরকার, কেউ তত্ত্বাবধায়ক সরকার, কেউ সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি উত্থাপন করছে। অথচ এসবের কোনটিই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হিসেবে বিবেচিত হয়না। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় কোন সরকারই নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এক্ষত্রে
কমিশন পূর্ণমাত্রায় স্বাধীন থাকবে, কেবল সংবিধান ও আইনের অধীন হবে। এক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় হলো, দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলতঃ এটি স্বাধীন কিনা তা নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। আর এটিই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।
অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- নির্বাচনকেন্দ্রিক দু দলের অবাঞ্ছিত জেদাজেদি এবং ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনা ক্রমাগত নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আমরা আশংকা করছি। এমনিতর পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের পারস্পরিক ঐকমত্য খুবই জরুরী। আর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই বর্তমানে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে সৃষ্ট সর্বপ্রকার সমস্যার অবসান হতে পারে বলে আমরা মনে করি।
অদ্য ৩১ জুলাই ‘ ২৩ ইং রোজ সোমবার বিকেল ৩.৩০ টায় ইলেকশন মনিটরিং ফোরাম কর্তৃক আয়োজিত বিদেশী পর্যবেক্ষকদের সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষে নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আলামা ছৈয়দ বাহাদুর বাহাদুর শাহ মোজাদ্দেদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। সিনিয়র যুগ্ন মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী- যুগ্ন মহাসচিব
এইচ এম মুজিবুল হক শাকুর। সাংগঠনিক সচিব -ঢাকা বিভাগ তরিকুল হাসান লিংকন প্রমূখ।