সাংবাদিক মিলনকে নিয়ে অপপ্রচার: বন্দর উপজেলা প্রেসক্লাবের নিন্দা
দৈনিক সবারকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সংবাদকর্মী ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় দৈনিক ইয়াদ পত্রিকায় মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বন্দর উপজেলা ক্লাব’র সভাপতি জি. কে. রাসেল ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, পেশাদার এ সাংবাদিককে নিয়ে এ ধরনের অনৈতিক, অবৈধ ও মানহানিকর অপপ্রচার কোনো ভাবেই কাম্য নয়। এই চক্রটি সাংবাদিক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য পরিবেশন করছে তা সম্পুর্ন মিথ্যা ও প্রতিহিংসামূলক।
যৌথ বিবৃতিতে তারা জানান, বন্দরের সুনাম ক্ষুন্য করার উদ্দেশ্যে সাংবাদিক মিলনকে নিয়ে পরিকল্পিত ভাবে এই চক্রটি নানা আপত্তিকর ও ভূয়া তথ্য দিয়ে সম্মানহানীর চেষ্টা করে যাচ্ছে। ফলে অজ্ঞাত এই ভয়ংকর ডিজিটাল প্রতারক চক্রের ধারা সম্মান হানি হচ্ছে।
বিবৃতিতে এই অপপ্রচারের নেপথ্যে কারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে তা খতিয়ে বের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।