সাকসেস হিউম্যান রাইট সোসাইটি বন্দর থানা কমিটির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ২১ শে এপ্রিল বিকালে বন্দরের আদমপুর মসজিদ এলাকায় প্রায় দেড়শতাধিক পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকসেস হিউম্যান রাইট সোসাইটির বন্দর থানা কমিটির সভাপতি, সাংবাদিক এস এম শাহীন। এ সময় সোসাইটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন সহ মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী মোঃ আল-আমিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফালান, মকবুল হোসেন, আমির হোসেন, মোহাম্মদ আকাশ খান, মহিলা নেত্রী নদি আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে প্রতিবছরের ন্যায় এবারও সাকসেস হিউম্যান রাইট সোসাইটি বন্দর থানা কমিটি ঈদ উপলক্ষে অসহায়দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অসহায় মানুষের মাঝে এর বিতরণ অব্যাহত রয়েছে এবং থাকবে।