নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাঃ সজিব (২২)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল পাইনাদী নতুন মহল্লা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন রাত ১০ টায় র‍্যাব-১১ সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদপর গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রফতার এবং আইনের আওতায় এনে র‍্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল পাইনাদী নতুন মহল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় মাদক মামলার ৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড অনাদায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আসামী মাঃ সজিব (২২), পিতা- মাঃ বিল্লাল, মাতা- সামসুন নাহার, সাং- পাইনাদী নতুন মহল্লা (রাজ্জাক সাহবর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *