নারায়ণগঞ্জে ৩৩ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম সিয়াম (১৩)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
শুক্রবার (৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় র‍্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জ ক্যাম্প এর স্কোয়াড কমান্ডার, সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‍্যাব-১১, সিপিসি-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক ৭ এপ্রিল ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় ফরিদপুর জেলার কতোয়ালী থানাধীন আম্বিকাপুর এলাকার সেলিম রেজার ছেলে বর্তমানে ঢাকা কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর এলাকার মুন্সি বাড়ী সড়কস্থ মানিকের বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান) সাইদুল ইসলাম সিয়াম (১৩)’কে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *