এবার সিসি ক্যামারা ভেঙ্গে বন্দরে একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত চোরের দল।
ওই সময় অজ্ঞাত নামা চোরের দল কৌশলে দোকানের চালের স্ক্রুপ খুলে ভিতরে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকা, ৬৫ হাজার টাকা বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন কসমেটিক চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর পৌনে ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী কদমতলা এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে দোকান মালিক রুবেল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
দোকান মালিক রুবেল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় গত বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টায় আমি দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যাই। ওই সুযোগে বৃহগস্পতিবার ভোরে অজ্ঞাতনামা ৩/৪ জনের একটি চোরের দল কৌশলে টিনের স্ক্রুপ খুলে ভিতরে প্রবেশ করে। পরে চোরের দল সিসি ক্যামারা ভাংচুর করে দোকান থেকে নগদ টাকা, বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন কসমেটিক চুরি করে পালিয়ে যায়।