নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরু কেনাকে কেন্দ্র করে হাট ইজারাদার রুমান বাদশার নেতৃত্বে রানা প্রধান নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করার অভিযোগ উঠে।
গত রোববার ( ২ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার কাইকারটেক হাটে এ ঘটনা ঘটে।
আহত রানা প্রধান বন্দর উপজেলার পুরান বন্দর চেীধুরীবাড়ি এলাকার তাজ মোহাম্মদ এর ছেলে। গুরতর আহত রানাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় রানা প্রধান বাদী হয়ে কাইকারটেক হাট ইজারাদার রুমান বাদশাকে প্রধান আসামি করে সোনারগাঁ থানায় এশটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলো: সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন কাফুরদী এলাকার হানিফ ডাক্তারের ছেলে রুমান বাদশা, তাঁরই ভাই আক্তার, সুমন, সুজন ও একই এলাকার রাফিন।
আহত পরিবার জানান, কাইকারটেক হাটে গরু কিনতে গিয়ে গরুর ব্যাপারীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কাউন্টারের সামনে ইজারাদার রুমান বাদশার নেতৃত্বে মারধর করে জখম করেন। এক পর্যায়ে উল্লেখিত বিবাদীরা গরু কিনার নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা ও একটি দেড় ভরি ওজনের স্বর্ণেও চেইন নিয়ে যায় যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। আমার ডাকচিৎকাওে ফয়সাল এগিয়ে আসলে তাঁকে এলোপাথাড়ী কুপিয়ে জখম করা হয়। পরে সুমন ফয়সালের প্যান্টের পকেট থেকে ১৬ হাজার টাকা নিয়ে যায়। এসময় গুরতর আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসির মুঠোফোনে কল করা হলে তিনি অভিযোগের বিষয় কিছু জানেন না বলে জানান।
