বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশরদী এলাকায় এ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক নোবেল মীর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ সময় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সানাউল্লা সরকার, আব্দুল রব, গোলজার, হাজী শহিদুল্লাহ, সাহিদ, সাইদুল্লা, মনির, সোহেল, মানিক, শামিম, মিনু মিয়া, রুমান মিয়া, জাহিদ, কাজী আতিকুল ইমন, মজিবুর রহমান, জাহিদ, ফরহাদ, আলামিন, নয়ন, জুয়েল, সাইফুল, রিফাত, সফিউলাহ বেপারি, রিফাত মোল্লা সহ সোনারগাঁ উপজেলা যুবদলের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।