নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব’র কার্যনির্বাহী পরিষদ-২০২৩-২০২৫ ইং দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার। নির্বাচনে সহ-সভাপতি পদে ৩ জন, সধারণ সম্পাদক পদে ৩ জন ও সহ সাধারণ সম্পাদক পদে ২ জন সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন ও সহ সাধারণ সম্পাদক পদে ১ জন নির্বাচিত হবেন।
প্রতিদ্বন্দ্বিতাকারীরা হচ্ছেন সহ সভাপতি পদে মোঃ মেহেবুব মিয়া (দৈনিক ইয়াদ), মাহফুজুল আলম জাহিদ (দৈনিক এই বাংলা) ও আজকালের খবর পত্রিকার মোঃ মামুন মিয়া।সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সিদ্দিকী ( নয়া দিগন্ত), মোঃ নাসির উদ্দিন (দৈনিক ডান্ডিবার্তা) ও মানবজমিন পত্রিকার মোঃ নুরুজ্জামান মোল্লা এবং সহ সাধারণ সম্পাদক পদে জি এম সুমন (যায়যায়দিন ও যুগেরচিন্তা) ও বাংলা ট্রিবিউন ও সময়ের আলো’র আরিফ হোসেন কনক।
আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ‘র দায়িত্ব পালন করবেন দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ইত্তেফাক’র জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান এবং উপজেলা প্রশাসন মনোনীত একজন কর্মকর্তা। নির্বাচন সমন্বয়কারী’র দায়িত্ব পালন করছেন সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন।
এর আগে গত ২৮ এপ্রিল প্রেসক্লাব ভবনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার দিন। মনোনয়ন সংগ্রহ এবং জমা দানের শেষ সময় পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় মোবারক হোসেন কমল খান (দেশ রুপান্তর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
এছাড়া অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমির হোসেন (প্রতিদিনের নারায়ণগঞ্জ), আর্থ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান সজিব (সমকাল), দপ্তর সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক পদে মোঃ শাহ জামাল (ভোরের বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হৃদয় আহমেদ জয় (নিউজ ২৪) ও নির্বাহী সদস্য পদে সাবেক সভাপতি এড. শাহ্ আলী মোঃ পিন্টু খান (অগ্রবাণী প্রতিদিন), মোঃ ইমরান মৃধা (শীতলক্ষ্যা) ও দ্বীন ইসলাম দীপু (অগ্রবাণী প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।