ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার এক হাজার পরিবারের মধ্যে ১২ টন খাদ্য সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নের পিরোজপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ১১পরিবারকে নগদ ৫ হাজার টাকা খাদ্য সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার মো.দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

তিনি বলেন, আগামীতে আপনাদের দোয়া থাকলে ও আল্লাহ যদি তৌফিক দেয় এই হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে যদি এমপি হিসেবে নির্বাচিত হই তাহলে সরকারের বরাদ্দকৃত প্রতিটি টাকা অক্ষরে অক্ষরে জনগণের কাছে পৌঁছে দেয়ার দ্বায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এখানে দূর্নীতির কোন স্থান থাকবে না।

বিশেষ করে হাজীগঞ্জ-শাহরাস্তির মধ্যে যেনো একজনও গরিব না থাকে। সবাই যেনো স্বাবলম্বী হতে পারে এবং প্রত্যেকের যেনো কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নিয়েই ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ওইসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ ও উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জাকির হোসেন মিয়াজীসহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *