এক শত ৪৪ বোতল ফেনসিডিল ও পিক-আপ ভ্যানসহ কুমিল্লার ২ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৮ জুন) রাত সোয়া ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৯ জুন) বিকেল ৩ টায় র্যাব-১১ সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১, সিপিসি-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ৮ জুন রাত সোয়া ১২ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন বন্ধু বাস কাউন্টারের সামনের এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় অবৈধ মাদকদ্রব্য ১৪৪ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপ ভ্যান জব্দ সহ কুমিল্লা জেলার কোতোয়ালী থানার পশ্চিম জালুয়া পাড়া (কেরানী বাড়ীর পার্শ্বে)’র মোঃ শাহজাহান এর ছেলে মোঃ জুম্মন (২৯) ও একই এলাকার হুমায়ুন এর ছেলে মোঃ ইকবাল (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অত্যন্ত কৌশলী উপায়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক পরিবহন কাজে তারা আটককৃত পিক-আপ ভ্যানটি ব্যবহার করে থাকে। পিক-আপ ভ্যানে পণ্যসামগ্রী পরিবহনের আড়ালে মাদক পরিবহন করা তাদের মুল পেশা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
