নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির ১৯নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে বন্দরের মদনগঞ্জ এলাকায় অবস্থিত বটতলা সায়েবা কমিউনিটি সেন্টারে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
হাজী পলি বেগমকে সভাপতি, মনোয়ার হোসেন মন্টু সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্টি কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু।
১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি হাজী পলি বেগমের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাদল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল।
আরও উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রোমান, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহআলম, জাপা নেতা আবু সাঈদ ২০নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মনির হোসেন, ২১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল বলেন, নির্বাচন নিয়ে কথা হচ্ছে। যারা কাউন্সিলর হওয়ার যোগ্যতা রাখে না তাদেরকেও এমপি বানিয়ে দেয়া হচ্ছে। আমাদের এমপি সেলিম ওসমান যে উন্নয়ন কাজগুলো করেছেন সেই কথাগুলো আমাদের সবাইকে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টি, প্রয়াত নাসিম ওসমানের হাতে গড়া জাতীয় পার্টি। অন্য জেলার সাথে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির তুলনা করলে হবে না। আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী একেএম সেলিম ওসমান। ওনার মত প্রার্থী নারায়ণগঞ্জে কেন সারা বাংলাদেশে দ্বিতীয়টি পাওয়া যাবে না।
মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাদল জাতীয় পার্টিতে মহিলা নেত্রী বৃদ্ধি করার তাগিদ দেন।
মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। প্রতিটি ঘরে ঘরে জাতীয় পার্টির কর্মী সমর্থক থাকতে হবে। সবাইকে সেভাবেই কাজ করতে হবে। আমাদের এমপি একেএম সেলিম ওসমান সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের অর্থায়নে শত শত কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আগামীতে যেন ওনাকে আমরা আবারো এমপি নির্বাচিত করতে পারি।
জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু বলেন, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে নিষ্ঠার সাথে করছি। ভবিষ্যতেও করবো। আপনারা কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু সন্ত্রাসীকে দলে নিবেন না। মনে রাখবেন দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো।