আইন কলেজে ১৯ জুন সোমবার রাত ৭টা সময়ে কলেজে ক্লাস শেষে
নারায়ণগঞ্জ আইন কলেজের ২০১৯-২০২০ সালের পরীক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ আইন কলেজের প্রিন্সিপাল সাক্ষ্যাওয়াত হোসেন ভূইয়া , রবিউল আলম রনি ছাএ ছাএীদের নিয়ে পড়া লেখা বিষয় আলোচনা করে। সবাইকে মনযোগী হতে বলেন পড়া সোনাই। পড়ার বিভিন্ন বিষয় নিয়ে পরমর্শ দেন। আর উপস্থিত ছিল নারায়ণগঞ্জ আইন কলেজের ভিপি,জি এস,এজিএস সকলের সাথে মিষ্টিমুখ করেন,পরীক্ষায় পাশের খুশিতে সকলে একসাথে মিলন মেলার আয়োজন করেন তাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সকলের উন্নত ভবিষ্যতের জন্য দোয়া করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম আক্তার মোহনা, শিলা, সারমিন,রোকেয়া,মুন্না,সাদিকা,রত্না, লিজা, আশা,মনিকা,ইতি,ঝুলন,হযরত আলী,মাহবুব , ইকবাল,ফজলে রাব্বি,ইসমাইল,আলিনুর,শামিম, আবু সাঈদ হোসেন সরদার, ফারুক হোসেন,শাহীন,ওহিদুল ইসলাম স্বর্ণ, তাসলিমা,আবুল খায়ের,আফসানা,জান্নাতুল বাকিয়া,ইসরাত জাহান,মুন্নি,টুম্পা দত্ত, হাফসা বেগম, দেলোয়ার হোসেন দিপু, রাজিব,রোকেয়া আক্তার রিতা,তপন,আইরিন, রুনা,সীমা,শবনম, সজিব,সানজিদা,সাহালম, মাসুম,খোকন,ডলি,সহ আরো অনেকে আলহামদুলিল্লাহ সকালের 2 nd ক্লাস পেয়ে সফলতার সাথে এল এলবি কমপ্লিট করে.।এসময় আরও উপস্থিত  ২০২১ ব্যাচ ফাতেমা আক্তার ইভা ২০২৩ ব্যাচ ফারিয়া, রুনা, দুলা ২০২৩ ব্যাচ আইরিন ইরানি, পূজা, রাব্বি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *