জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ্ব আবুল কাউসার আশা’র নির্দেশে যোগদান করেছে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার (২০ আগস্ট) বিকালে শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র্যালিটি বের করা হয়। এর আগে ওই র্যালিতে একটি বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যোগদান করেন।
মিছিলে উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজন, প্রচার সম্পাদক মো: দুলাল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শাওন, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জাহাঙ্গীর বেপারী প্রমূখ।